ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাঙ্গাবালীতে সাংবাদিক মনোয়ার হোসেনের ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশ: ১২ মে, ২০২১ ০১:৫৬ পূর্বাহ্ন


রাঙ্গাবালীতে সাংবাদিক মনোয়ার হোসেনের ঈদ সামগ্রী বিতরণ


এম এ ইউসুফ রাঙ্গাবালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সিনিয়র সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন সুপনের ব্যক্তিগত সহয়তায় ছোট বাইশদিয়া ইউনিয়নের প্রতিবন্ধী ও গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার সকালে ছোট বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রতিবন্ধী ও অসহায়দের পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সেচ্ছাসেবকরা ।‌

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে 
১.চাউল ৩ কেজি ,২.তৈল ১ কেজি , ৩.চিনি ১কেজি ,৪.সেমাই ২ প্যাকেট ,  ৫.ট্যাঙ্ক ১ প্যাকেট ,৬.দুধ ১ প্যাকেট,   ৭.সাবান ১ টি , ৮.ডাল ১ কেজি ও ৯.লবন ১ প্যাকেট।

উল্লেখ্য সাংবাদিক মনোয়ার হোসেন সুপন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক (সংবাদ উপস্থাপক), পরিচালক (ইশারা ভাষা গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ ) জাতীয় বধির সংস্থা , ঢাকা ও ঢাকাস্থ রাঙ্গাবালী উপজেলা কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ।

করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ে সকল গরিব দুঃখী মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।


   আরও সংবাদ