ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ত্রাণ পেলেন আনসার-ভিডিপির ৫০ পরিবার


প্রকাশ: ১১ মে, ২০২১ ০৭:২৬ পূর্বাহ্ন


চৌগাছায় ত্রাণ পেলেন আনসার-ভিডিপির ৫০ পরিবার

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি :

যশোরের চৌগাছায় আনসার-ভিডিপির অসচ্ছল ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) উপজেলা পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ফারুক হোসেন, ইউনিয়ন দলনেতা জহুরুল ইসলাম, গোলাম মোস্তফা, আব্দুস শুকুর, সহেল মাহমুদ, শফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং যশোর জেলা কমান্ড্যান্ট সঞ্জয়কুমার সাহার তত্ত্বাবধানে উপজেলার অসচ্ছল ৫০টি পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে।

ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে তিন কেজি চাল, এক কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি ডাল ও আধা কেজি পেঁয়াজ।


   আরও সংবাদ