ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

দেওয়ান সেলিমকে কটুক্তি করার প্রতিবাদে তাঁতী লীগের মানববন্ধন


প্রকাশ: ১০ মে, ২০২১ ০৭:১৪ পূর্বাহ্ন


দেওয়ান সেলিমকে কটুক্তি করার প্রতিবাদে তাঁতী লীগের মানববন্ধন

 

নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতিকে কটুক্তি করার প্রতিবাদে জলঢাকায় তাঁতীলীগের মানববন্ধন। 

সামাজিক যোগাযোগ মাধ‍্যমে নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদকে উদ্দেশ্য মূলক ভাবে হয়রানির চেষ্টা করছে কিছূ অপপ্রচার কারি।

গত ১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ তাঁতী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান সেলিম আহম্মেদকে নিয়ে সমাজিক যোগাযোগ মাধ‍্যম ফেসবুকে (নাজমুল নীল) আইডি থেকে কটুক্তি ও তাঁতীলীগকে নিয়ে বিভিন্ন অপপ্রচার করার প্রতিবাদে কটুক্তিকারিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে  জলঢাকা উপজেলা তাঁতী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের জলঢাকা উপজেলা শাখার সভাপতি হাসানুর রহমান হাসান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম, জলঢাকা পৌর তাঁতী লীগের আহবায়ক মনোয়ার হোসেন মিলন, যুগ্ম আহবায়ক রাশেদ আক্তার শিমুল, সদস‍্য সচিব জিয়াউর রহমান জিয়া, বালাগ্রাম ইউনিয়ন আহবায়ক আব্দুল মালেক, শৌলমারী ইউনিয়ন তাঁতী আহবায়ক আহাদ মিয়া, শিমুলবাড়ী ইউপি সদস‍্য সচিব শিমুল মিয়া, কৈমারী ইউপি সভাপতি  লিখন ইসলামসহ উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


   আরও সংবাদ