ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশ: ৬ মে, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন


চৌগাছায় সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু

 

মোঃ ফখরুল ইসলাম, যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আয়ূব হোসেন (৪৫) নামে এক পোল্ট্রি মুরগী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চৌগাছা-যশোর
প্রত্যক্ষদর্শী ও নিহতকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে যশোর হতে একটি ডায়াং-৫০ মোটরসাইকেলে করে চৌগাছার দিকে আসছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর মসজিদ সংলগ্ন এলাকায় সড়কের ধারে থাকা একটি গাছে ধাক্কা দিলে মারাত্মক আহত হোন তিনি। তারা তাকে উদ্ধার করে একটি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. নুজহাত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা হাসপাতালে নিহতের ভাতিজা গ্রাম ডাক্তার এসএম শাহরিয়ার জানান, আয়ূব হোসেন সকালে যশোরে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে বের হোন। এরপর বাড়ি থেকে তাকে ফোন দিয়ে বলা হয় তোমার চাচা হাসপাতালে, তুমি সেখানে যাও। এখানে এসে দেখছি চাচা মারা গেছেন।

তিনি জানান, আয়ূব হোসেনের গ্রামে একটি পোল্ট্রি মুরগীর দোকান পরিচালনা করেন।

চৌগাছা থানার এসআই মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ