প্রকাশ: ১ মে, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর)সংবাদদাতাঃ
মণিরামপুরে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিব বর্ষে গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে মণিরামপুর পৌরশহরে জাতীয় শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও শ্রম বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সুমন দাস, পৌর জাতীয় শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক চিন্ময় বাবু, মণিরামপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমন হায়দার, স্টীল ফার্নিচার সমিতির সভাপতি মুনছুর আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।