ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন


বেনাপোলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আশানুর রহমান, বেনাপোল  : যশোরের বেনাপোল বাজার বলফিল্ডের সামনে ট্রাকের ধাক্কায় কোব্বাত আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের পর্যটন মোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কোব্বাত আলী বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, বেনাপোলগামী একটি ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বাইসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ট্রাক চালক পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি।


   আরও সংবাদ