ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ইতালির রাষ্ট্রদূত হচ্ছেন নাইজেরিয়ায় হাইকমিশনার শামীম আহসান


প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ইতালির রাষ্ট্রদূত হচ্ছেন নাইজেরিয়ায় হাইকমিশনার শামীম আহসান

   

কূটনৈতিক প্রতিবেদক : শামীম আহসানকে ইতালির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শামীম আহসান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিভাগের ১১তম ব্যাচের কর্মকর্তা।তিনি কুয়েত সিটি, দোহা, নাইরোবি, রোম ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও নিউইয়র্কে বাংলাদেশ কনসুল জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


   আরও সংবাদ