প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : নীল থেকে ফোরাত পর্যন্ত 'বৃহৎ ফিলিস্তিন' শিগগিরই মুক্ত হবে বলে মনে করেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি। ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি মেরে দখলদার ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মোহসেন রেজায়ি এ বিষয়ে যে টুইট করেছেন তাতে বলা হয়েছে, কোনো মুসলিম মুজাহিদ ও কোনো সাহসী আরব ফিলিস্তিনের সঙ্গে বেঈমানি করবে না।
তিনি আরও লিখেছেন, ফিলিস্তিনের মুসলিম মুজাহিদ ও ধৈর্যশীল জনগণের সাহসিকতায় অদূর ভবিষ্যতেই 'বৃহৎ ফিলিস্তিন' মুক্তি পাবে।
তিনি বলেন, কোনো সাহসী মানুষ পেছন থেকে ছুরি মারে না, সাহসীরা বিশ্বাসঘাতকতা করে না। কেবল ভীতুরাই এ কাজ করতে পারে। ভীতুরা ইতিহাস থেকে মুছে যাবে।
মোহসেন রেজায়ি বলেন, দীর্ঘ ১০ বছর ধরে আরব আমিরাতের শাসকেরা সেদেশকে দখলদার ইসরাইলের জন্য স্বর্গে পরিণত করেছে।
এদিকে, ইরানের সংবিধান বিষয়ক অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদায়ি বলেছেন, আবুধাবি ও তেলআবিবের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার যে সমঝোতা হয়েছে তা সংযুক্ত আরব আমিরাতকে দখলে নেওয়ার নামান্তর। এ ক্ষেত্রে জর্ডান নদীর পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা স্থগিতের বিষয়টি লোকদেখানো পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেছেন।