ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২০ মহররম ১৪৪৬

তেল ট্যাংকার আটক, মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত মিথ্যা পণ্য


প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


তেল ট্যাংকার আটক, মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত মিথ্যা পণ্য

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলাগামী কয়েকটি ইরানি তেল ট্যাংকার মার্কিন সেনারা আটক করেছে বলে মার্কিন গণমাধ্যম মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল যে খবর দিয়েছে তাকে ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে তেহরান।

কারাকাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি বলেছেন, এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে সে দেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল, আমেরিকা ভেনিজুয়েলাগামী ইরানের ৪টি তেল ট্যাংকার আটক করেছে।

ইরানি রাষ্ট্রদূত বলছেন, আমেরিকা যে চারটি তেল ট্যাংকার আটক করেছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।

সুলতানি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্রের আরেকটি ডাহা মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ, আটক জাহাজগুলোর মালিক যেমন ইরান নয় তেমনি এগুলোতে ইরানি পতাকাও বহন করা হয়নি।

ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, “সন্ত্রাসী ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে নিজের ব্যর্থতাকে এ ধরনের মিথ্যা প্রচার চালিয়ে ধামাচাপা দিতে পারবে না।


   আরও সংবাদ