প্রকাশ: ২৬ মার্চ, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ মাঠে গতকাল শনিবার পিঠা উৎসবের আয়োজন করা হয়।
ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিঠা উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজিবুল হক।
পিঠা উৎসবে ছিল ২১টি স্টল। উৎসব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।