প্রকাশ: ২৬ মার্চ, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ১৩টি গ্রামের ১ হাজার ১০০ নতুন গ্রাহককে বিদ্যুৎ–সংযোগ দিয়েছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি।
গ্রামগুলো হলো: সুন্দরপুর, ডোমরা, মরুয়ার চর, কাতালিয়া, মধুয়্যাই, কুরুচিয়া, ধোন সাহাদ্ধা, হকদি, বালিগাঁও. বেতাগঁাও, চর হুজুরী, চর হকদি ও আক্রামপুর।
গত রোববার বিকেলে এসব নতুন বিদ্যুৎ–সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফেনী আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
এ উপলক্ষে স্থানীয় বালিগাঁও উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেব।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সাংসদ জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবু বকর ছিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী ্ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ।