প্রকাশ: ৭ মে, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক:ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনা সভার অনুষ্টিত হয় ।
প্যারিসের অভারবিলিয়েতে স্হানীয় একটি কমিউনিটি হলে ফ্রান্স আওয়ামী লীগ এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহম্মেদ সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ন আওয়ামী লীগ এর সম্মানিত সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি এম এ কাশেম, আবুল কাশেম, কামরুল হাসান বকুল, শাহেদ আলী,ফসল ইকবাল হাসমি,জাকির হোসেন ভূঁইয়া,জিয়াউল হক ,নাসির চৌধুরী, শাহজাহান রহমান, অবনী চন্দ্র দাশ গোপাল, মোতালেব মোল্লা,উপদেষ্টা মনু মিয়া,নুরুল হক ভূঁইয়া, হারুনুর রাশিদ,সালেহ আহমেদ চৌধুরী,যুগ্ন সম্পাদক মোস্তফা হাসান,এমদাদুল হক স্বপন,ফয়সাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলু,আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল আল তায়েফ,মহিলা বিষয়ক সম্পাদক নিগার আফরোজা খান,সদস্য আশরাফুল ইসলাম জয়,জে আর সুমন,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ,প্যারিস নগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,যুবনেতা আলিমুদ্দিন সুমন,মিজানুর রহমান প্রমুখ ।
সভার প্রারম্ভে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং আল কোরআন থেকে তেলোয়াত করা হয়।
এ সময় বক্তার বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।