প্রকাশ: ২২ এপ্রিল, ২০২১ ১২:৩০ অপরাহ্ন
ঢাকা জেলার সাভার এলাকা থেকে চাঞ্চল্যকর আল আমিন (১৭) হত্যা মামলার দেওয়ান তৌহিদ হোসেন পিয়াল (৩১) নামের এক এজাহার ভূক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে র্যাব-৪'এর অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
চলতি মাসের ১৩ এপ্রিল আল আমিন নামের এক কিশোরকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনে ভুক্তভোগী’কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
এঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হলে র্যাব-৪ চাঞ্চল্যকর মামলাটি পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনাটির মূল রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের জণ্য ছায়া তদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গত মঙ্গলবার (২০ এপ্রিল) সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ হত্যার দায় স্বীকার করেছে। তার জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন আসামীরা ভুক্তভোগী’কে ধারালো ছুরি দ্বারা আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।