ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

নারায়নগঞ্জ থেকে ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২১ ০৩:৪৯ পূর্বাহ্ন


নারায়নগঞ্জ থেকে ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৮৮৫ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৩'এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস এক বার্তায় এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- রোকনুজ্জামান রাতুল (৩৪), রাসেল মাদবর (৩০) ও বাবুল(২৭)। এসময় তাদের কাছ থেকে মোবাইলসহ মাদক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান নিয়ে চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জ অভিমুখে নিয়ে আসছে। 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩'এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেমাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ