প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা জজ আদালতের বিচারক ইকতিয়ারুল ইসলাম মল্লিক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
যশোর শহরের মার্কেটাইল ব্যাংকের সামনে নাশকতার পরিকল্পনার অভিযোগে অমিতের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এজন্য আজ তিনিসহ রফিকুল ইসলাম মুল্লুক চান ও মশিউর রহমান ওরফে মাসুম নামে আরো দুইজন জামিনের জন্য আবেদন করেন।
তবে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।