ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

লকডাউনে বিধিনিষেধ অমান্য করলে কঠোর হবে র‍্যাব-৩


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২১ ০৩:৪৭ পূর্বাহ্ন


লকডাউনে বিধিনিষেধ অমান্য করলে কঠোর হবে র‍্যাব-৩


চলমান করোনা সংক্রমণ এড়াতে রাজধানীসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। এমন পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে বাইরে বের হতে হলে নেয়া লাগবে পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাশ। এদিকে লকডাউনে বিধিনিষেধ অমান্য করলে ব্যবস্থা নেবে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে র‍্যাব-৩'এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব-৩।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নিদর্শনা অমান্য করে বিনাকারণে বাইরে ঘোরাঘুরি করলে, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের না হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে তাদের জরিমানা করা হবে। জরিমানার পাশাপাশি জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য এবং স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

জরিমানা করা র‍্যাবের উদ্দেশ্য নয় জানয়ে র‍্যাব-৩'এর এই ম্যাজিস্ট্রেট বলেন, র‍্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের সর্বাত্মক কঠোর লকডাউন মানতে সচেতনতা তৈরি করা।

এদিকে সরকার ‘কঠোর লকডাউন’ আরোপ করলেও ব্যাংকিং কার্যক্রম এবং শিল্প-কারখানা বিধি-নিষেধের আওতামুক্ত রেখেছে। ফলে মানুষের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তাও বেড়েছে।

দ্বিতীয় দফায় ‘কঠোর লকডাউন’ কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধি নিষেধে বলা হয়েছে- ‘অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। 

পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেয়া হবে। ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেয়া হবে না।

movementpass.police.gov.bd এর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য পাস সংগ্রহ করতে পারবেন যে কেউ। তবে প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে।


   আরও সংবাদ