ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

উপসচিব মারুফ হাসানের মৃত্যুতে ত্রাণ প্রতিমন্ত্রী-সচিবের শোক


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২১ ১২:৫১ অপরাহ্ন


উপসচিব মারুফ হাসানের মৃত্যুতে ত্রাণ প্রতিমন্ত্রী-সচিবের শোক


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মারুফ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মোহসীন।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২-তম ব্যাচের সদস্য আবুল খায়ের মারুফ হাসান করোনার উপসর্গ নিয়ে গত ৭ এপ্রিল বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং আজ ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


   আরও সংবাদ