প্রকাশ: ৩১ মার্চ, ২০২১ ১১:২২ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : খাদ্যনালীজনিত জটিল রোগে ভুগছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী আপেল মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, খাদ্যনালীর এক কঠিন রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন আপেল মাহমুদ।ঢাকা মেডিকালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও অবস্থার উন্নত হয়নি। সম্প্রতি চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু এর জন্য প্রয়োজন ৭ লক্ষ টাকা। যা এই নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্ভব নয়।
আপেলের বাবা বলেন,"আমাদের নিম্নমধ্যবিত্ত পরিবার। পরিবারের অবস্থা এতটা ভালো না।এত টাকা সংগ্রহ করা আমাদের জন্য কষ্টকর।"
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড.শারাফাত আলী বলেন,"শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করেছেন। আমরা ভিসি স্যারের সাথে কথা বলছি। এ বিষয়ে আমাদের একটা মিটিং আছে, মিটিং এ সিদ্ধান্ত হবে।"
সকলের সম্মিলিত সহযোগিতায় আপেল মাহমুদ ফিরে পেতে পারেন নতুন জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ, নগদ অ্যাকাউন্ট নম্বর-01997021869
রকেট অ্যাকাউন্ট-018838799636
অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : 0200005200809