ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও ও বংশাল এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ২১৬ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল রাত্রে র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে  ১ হাজার ১১৫ পিস ইয়াবা দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃরা হলেন- নান্নু মিয়া (২৮) ও তালিম হোসেন (২৮)। এসময় ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

অপর দিকে র‍্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বংশাল এলাকা থেকে ১০১ পিস ইয়াবাসহ আপন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় এক টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


   আরও সংবাদ