প্রকাশ: ২৩ মার্চ, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম' এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২১-২২ কার্যবর্ষের জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন কুমুকে সভাপতি ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আর এস মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদের নির্দেশনা অনুযায়ী
বশেমুরবিপ্রবি শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি জাওয়াদুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিনথিয়া সুমি, সহ সাংগঠনিক সম্পাদক মুহিববুল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহম্মদ সজীব প্রধান, অর্থ সম্পাদক রেহেনুমা সেহেলী কবির, দপ্তর সম্পাদক জান্নাতুল নাঈম, উপ দপ্তর সম্পাদক সাদিয়া আকতার মীম, সাহিত্য ও প্রচার সম্পাদক জুবায়েদ মোস্তফা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তানভীর আহমেদ, জহির রায়হান লিমন,সেলিম রেজা ও আখি দত্ত।
উল্লেখ্য, দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।