ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজারবাগে ডিসি মোয়াজ্জেম ও এডিসি গোলাম সবুরের নেতৃত্বে মাক্স বিতরণ


প্রকাশ: ২২ মার্চ, ২০২১ ০৬:৪১ পূর্বাহ্ন


রাজারবাগে ডিসি মোয়াজ্জেম ও এডিসি গোলাম সবুরের নেতৃত্বে মাক্স বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন ও তার আশেপাশের এলাকায় করোনামুক্ত বসবাসের জন্য মাক্স বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় দেখা গেছে মাক্স বিহীন পথচারীদের ডেকে নিয়ে মাক্স পরিয়ে দিচ্ছেন পুলিশের এই কর্মকর্তা। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ও শ্রমজীবী মানুষের মাঝেই মাক্স বিতরণ করেন।

সোমবার (২২ মার্চ) পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের উদ্যোগে "রাজারবাগ ও তার আশপাশ করোনামুক্ত বসবাস" স্লোগানে মাক্স বিতরণ করা হয়। এ মাস্ক বিতরনে নেতৃত্ব দেন কল্যাণ ও ফোর্স বিভাগের ডিসি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ও এডিসি গোলাম সবুর।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের ডিসি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, আই‌জি‌পি মহোদয় ও ডিএমপি কমিশনার স্যারের নির্দেশে করোনা ভাইরাস রোধে আমরা এ মাক্স বিতরণ করছি। 

তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সারাদেশে পুলিশের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা মাক্স বিতরণ করছি। আমাদের এই মাক্স বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে।  

তিনি বলেন, গত বৃহস্পতিবারে আমরা ৪ হাজার মাক্স বিতরণ করেছি। আজও চার হাজারের বেশি স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ ক‌রে‌ছি। দেশের মানুষ করোনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের নেতৃত্বে এ কার্যক্রম চলবে।

এ বিষয়ে জানতে চাইলে কল্যাণ ও ফোর্স বিভাগের এডিসি গোলাম সবুর বলেন, আপনারা জানেন হঠাৎ করেই করোনার সংক্রমণ বাড়েছে। করোনা শুরু থেকেই বাংলাদেশের পুলিশ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সব সময় মানুষের পাশে থেকেছে এবং সব সময় থাকবে। আমাদের ধারাবাহিক যে কার্যক্রম আছে সেই কার্যক্রমে আজ আমরা মাস্ক বিতরণ করেছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে।

তিনি বলেন, তবে দেশের মানুষকে সচেতন থাকতে হবে। মানুষ সচেতন থাকলেই করোনা সংক্রমণ রোধে সক্ষম হব।


   আরও সংবাদ