প্রকাশ: ২২ মার্চ, ২০২১ ০৬:১৫ পূর্বাহ্ন
ইবি থেকে শাহীন : সুনামগঞ্জের শাল্লা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তারা।
সোমবার (২২ মার্চ) সকাল ১১টার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অনুষ্ঠিতব্য প্রতিবাদের অংশ হিসেবে দিকে ইবির পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তারা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘সাম্প্রদায়িকতা রুখো বীর বাঙালি জাগো’, ‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাই নাই’, ‘সংখ্যালঘুদের রক্ত কবে হবে বন্ধ’, ‘সুনামগঞ্জের নোয়াগাঁও গ্রামে হামলা কেন জবাব চাই’- এমন নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
ইবির সাবেক শিক্ষার্থী অনুপ কুমার অধিকারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সাবেক প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক গৌতম কুমার দাস, ড. ধনঞ্জয় কুমার প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের ৮৮টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।