প্রকাশ: ২০ মার্চ, ২০২১ ০১:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ রাসেল হোসেন (২৫) নামের এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ (২০ মার্চ) সকালে র্যাব-৩'এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এক বার্তায় এতথ্য জানান হয়।
তিনি জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ৫৬ কেজিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য,এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।
বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা, দেশী মদ, বিদেশী মদ, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।