ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নিজে থানায় বসে হলেও সেবা নিশ্চিত করব : কমিশনার


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


নিজে থানায় বসে হলেও সেবা নিশ্চিত করব : কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদ্য দায়িত্ব গ্রহণ করা ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, থানা পুলিশের সেবা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। মানুষ যেন থানা থেকে বের হয়ে নিশ্চিত হতে পারেন, তিনি ন্যায় বিচার পাবেন। আমি ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডেকে বলেছি, সাধারণ ডায়েরি (জিডি), মামলা করতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন। কেউ হয়রানির শিকার হবেন না বলে আমাকে আশ্বস্ত করেছেন তারা।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপরাধ কেউ থানা পুলিশের হয়রানির শিকার হবেন না। আমি যদি থানা পুলিশকে এটা বোঝাতে ব্যর্থ হই, আমার সিনিয়র অফিসারদের থানায় বসাব। তাতেও যদি না হয়, প্রয়োজনে আমি থানায় বসে মানুষের সেবা নিশ্চিত করব। 

রোববার (১৫ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে কনফারেঞ্জে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এসব কথা বলেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন।

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদে কেউ যেন নতুন করে না জড়ান। আর যারা জড়িয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।’

শফিকুল ইসলাম বলেন, কোন পুলিশ সদস্য বা  কোন পুলিশ কর্মকর্তা যদি কারো সঙ্গে দুর্ব্যবহার করেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।  অন্যায় আচরণ করলে কাউকে রক্ষা করবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এমনটায় হুশিয়ারী প্রদান করেন ডিএমপির নতুন কমিশনার।

ডিএমপির মিডিয়া শাখার ডিসি মাসুদুর রহমান এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থাপনা করেন প্রথমে। নবনিযুক্ত ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম মহোদয় কে সকল সাংবাদিকের সঙ্গে  পরিচয় করিয়ে দেন এবং তার জীবন বৃত্তান্ত সকল সাংবাদিকের মাঝে তুলে ধরেন।

এই সময় মিট দ্য প্রেস সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার ও সিটিটিসি এর প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির ডিবির অতিরিক্তি পুলিশ কমিশনার আব্দুল বাতেন, ডিএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, ডিএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার ট্রাফিক মফিজ উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার ট্রাফিক রেজাউল ইসলাম, ডিএমপির জয়েন্ট পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম।


   আরও সংবাদ