প্রকাশ: ১৯ মার্চ, ২০২১ ১২:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন মানিকখালি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ টি তক্ষকসহ একজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
লেঃ কামন্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাথরঘাটা, লেঃ ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে ০৬ টি তক্ষকসহ পাচারকারী রিয়াজ আকন (৪০) কে আটক করা হয়।
আটককৃত তক্ষক পাচারকারী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন মানিকখালি গ্রামের মোঃ ইসমাইল আকনের ছেলে।
পরবর্তীতে জব্দকৃত তক্ষকগুলো বনবিভাগ কর্মকর্তার উপস্থিতিতে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয় এবং আটককৃত পাচারকারীকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ রোধে জিরোটলারেন্স নীতি অবলম্বন করে এবং বণ্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।