প্রকাশ: ১৮ মার্চ, ২০২১ ১২:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার (১৭ই মার্চ) সন্ধ্যায় রাজধানীর নটরডেম কলেজের সামনে র্যাব-৩'এর স্কোয়াট অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট ও পেট্রোলিং করা হয়।
এএসপি খায়রুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা এলাকেয় র্যাবের চেকপোস্ট ও পেট্রোলিং শুরু হয়েছে। যা অনুষ্ঠান চলাকালিন সময় বাড়তি নিরাপত্তার অংশ হিসাবে এটা চলতে থাকবে।
আজ আমরা রাজধানীর নটরডেম কলেজ, কমলাপুর রেলস্টেশন, মুগদা হাইওয়ে, মালিবাগ রেলগেট, রামপুরা টিভি সেন্টার, হাতিরঝিল, মগবাজার, কাকরাইল, জিরো পয়েন্ট, কদম ফোয়ারা, হাইকোট, দোয়েল চত্বর, শাহবাগ, বিএনপি অফিস ও শাপলা চত্বরে চেকপোস্ট ও পেট্রোলিং করা হবে।

বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং বাংলাদেশের স্বাধীকার অন্যতম মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপনকে কেন্দ্র করে। রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা চাদরে আবৃত করে রেখেছে প্রশাসন।
বাংলাদেশ সরকার ঘোষিত এই জাতীয় উৎসবকে ১৭ ই মার্চ থেকে ২৬শে মার্চ বিজয় দিবস পর্যন্ত অনুষ্ঠানসূচি সাজানো হয়েছে। যার মধ্যে বিদেশি মেহমানদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে সরকারের পক্ষ থেকে সকল দপ্তরে সতর্কবার্তা জারি করা হয়েছে।

রাজধানীতে সর্ব সাধারণের চলাচলের উপরে নিয়ন্ত্রণ আনা হয়েছ। প্রশাসনের পক্ষ থেকেও এই অনুষ্ঠানের কয়দিন অহেতুক বাহিরে ঘোরাঘুরি না করতে অনুৎসাহিত করা হচ্ছে। সরকারী নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে।
র্যাব-৩'এর স্টাফ অফিসার এএসপি ফারজানা হক জানান, র্যাব-৩'এর এলাকায় এই অনুষ্ঠানকে ঘিরে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে র্যাব-৩। যদিও নির্দিষ্ট কোন হুমকি নেই। তবুও র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ১০ দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানে র্যাবের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।