প্রকাশ: ১৬ মার্চ, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-৩। আজ (১৬ মার্চ) বিকালে র্যাব-৩ হেড কোয়ার্টাস থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানান হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইসমাইল হোসেন সুজন (২২), আবুল খায়ের (৩৮) ও খোরশেদ আলম (৩৫)। এসময় তাদের কাছ থেকে মোবাইল ও গাড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।