প্রকাশ: ১৪ মার্চ, ২০২১ ০৬:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে ৭৯৫ বোতল ফেন্সিডিলসহ মুরাদ হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ রোববার (১৪ মার্চ) সকালে র্যাব-৩ হেড কোয়ার্টাস থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানান হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৭৯৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, ০৩ টি মোবাইল ফোন এবং ০৪ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান নিয়ে কুমিল্লা হতে ঢাকা অভিমুখে বহন করে নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩'এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রীজের সামনে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।