প্রকাশ: ১০ মার্চ, ২০২১ ০৩:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা থেকে ১৫ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিউল আলম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। যার আনুমানিক বাজার মূল্য ৪৭ লাখ ৭০ হাজার টাকা।
আজ বুধবার (১০ মার্চ) বিকালে র্যাব-৩ হেড কোয়ার্টাস থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানান হয়। এতে বলা হয়, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকে করে কুমিল্লা থেকে যাত্রাবাড়ী অভিমুখে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩'এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম টু ঢাকাগামী হাইওয়ে সড়কের উপর চেকপোস্ট স্থাপনের করে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।