প্রকাশ: ৯ মার্চ, ২০২১ ১১:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানী এলাকা থেকে ৩০ হাজার টাকার অবৈধ জালনোটসহ আবুল বাশার নিরব (৪৩) ও আব্দুল করিম (৪০) নামের ০২ জনকে গ্রেফতার করছে র্যাব-৩।
আজ মঙ্গলবার (০৯ মার্চ) বিকালে র্যাব-৩ হেড কোয়ার্টাস থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানান হয়। এসময় জালমূদ্রা কারবারী চক্রের কাছ থেকে ৩০ টি বাংলাদেশী এক হাজার টাকার জাল নোট, একটি মোবাইল এবং ০৪ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
এতে বলা হয় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতারক চক্রের কতিপয় সদস্য বাংলাদেশী জাল টাকা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কৌশলে ভাঙ্গিয়ে বাংলাদেশী লোকজনদের বিভিন্নভাবে প্রতারিত করে আসছে।
এমন ঘটনার সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জালমূদ্রা কারবারী চক্রের সদস্যদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, তারা সংঘবদ্ধ জাল মূদ্রা কারবারী চক্রসহ চোরাকারবারী এবং প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন যাবৎ পরস্পর যোগসাজসে প্রবাস হতে আসা বাংলাদেশী নিরীহ ও সহজ সরল লোকের নিকট থেকে মূদ্রা ভাঙ্গানোর নাম করে কৌশলে বৈদেশিক মুদ্রা গ্রহন করে জাল টাকা প্রদানের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।