প্রকাশ: ৮ মার্চ, ২০২১ ০৯:৪৬ পূর্বাহ্ন
গবি থেকে স্পন্দন : আদিকালে সমাজব্যবস্থা ছিল নারীপ্রধান। সেখানে স্বামী বলে কেউ ছিল না। যখনই ওই সমাজে সম্পত্তি রক্ষার ব্যাপারটা সামনে আসলো, নারীদের ধীরে ধীরে ঘরে আবদ্ধ করা হয়। এভাবেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার উৎপত্তি হয় বলে মন্তব্য করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।
সোমবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্র, গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
ডা. লায়লা পারভীন আরও বলেন, এখনও ইরান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মেয়েদের পাথর ছুড়ে মারা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন পার্বত্য অঞ্চলে বসবাসকারী উপজাতিদের মধ্যে এখনো নারীপ্রধান সমাজব্যবস্থা প্রচলিত।
'করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব' প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে প্রতিষ্ঠানটি। আলোচনা সভার পূর্বে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে গণ বিশ্ববিদ্যালয়ের চত্বর পর্যন্ত মানববন্ধন ও শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি শ্রীমতী সন্ধ্যা রায় প্রমুখ।