ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩


প্রকাশ: ৮ মার্চ, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন


গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। আজ সোমবার (০৮ মার্চ) সকালে র‌্যাব-৩ হেড কোয়ার্টাস থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানান হয়।

গ্রফতারকৃতরা হলেন- আব্দুল জলিল বুলেট (২১), আল আমিন (২২) ও কাওছার আহমেদ বাবু (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি, মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি গণপরিবহনের মাধ্যমে অবৈধ মাদক দ্রব্য গাঁজার চালান নিয়ে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখে আসছে।

র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে নিম্নক্ত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ