ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‍্যাব-৪ 'এর আনন্দ উদযাপন


প্রকাশ: ৮ মার্চ, ২০২১ ১২:১৯ অপরাহ্ন


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‍্যাব-৪ 'এর আনন্দ উদযাপন

স্টাফ রিপোর্টার : অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আসছে র‌্যাব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চ‚ড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। এ সময় অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর র‌্যাব সদস্যসহ সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
 
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয়ের স্বাগত বক্তব্য এবং কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ প্রচার, ২০০৯ সাল থেকে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র প্রদর্শন, আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইকে প্রকাশিত "বাংলাদেশ: এশিয়ার একটি আশ্চর্য ডিজিটাল নেতা" এবং জাতিসংঘ মহাসচিব কর্তৃক অভিনন্দন বার্তার ভিডিও ক্লিপ প্রদর্শন, বাংলায় অনুবাদ করা হয়। 

এছাড়াও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ভিত্তিক কবিতা আবৃত্তিসহ বঙ্গবন্ধুর বাল্যকাল, রাজনৈতিক ও সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান, ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ এবং সর্বোপরি তাঁর জীবনভিত্তিক বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় উপস্থিত আলোচকগণ বঙ্গবন্ধুর বাংলার মানুষের প্রতি ভালোবাসা, তাঁর সারাজীবনের ত্যাগ-তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরেন। আনন্দ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাব সদস্য ল্যান্স কর্পোরাল আশরাফুল, সার্জেন্ট জহিরসহ নিজস্ব ও স্থানীয় শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পরিশেষে অধিনায়ক মহোদয় তাঁর সমাপনী বক্তব্য প্রদান ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সকল পদবীর র‌্যাব সদস্যদের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণের মাধ্যমে উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানটি সফল ও সুষ্ঠুভাবে পালিত হয়। এছাড়াও ব্যাটালিয়ন হেডকোয়ার্টারসহ র‌্যাব-৪ আওতাধীন সাভার ও মানিকগঞ্জ ক্যাম্পসমূহে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।


   আরও সংবাদ