প্রকাশ: ৭ মার্চ, ২০২১ ০৭:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের " অসমাপ্ত আত্মজীবনী "ও "কারাগারের রোজনামচা" বই এর ম্যুরাল "মুজিব দর্শন" এর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

রোববার (৭ মার্চ) সকাল ১১টার সময় সিরাজগঞ্জ জেলার হার্ড পয়েন্ট এলাকায় এই "মুজিব দর্শন" উদ্ধোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম সিরাজগঞ্জ ২ এর সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারসহ উর্ধ্বরতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ।