ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কমনওয়েলথ'এর তিন সফল সরকার প্রধানের মধ্যে শেখ হাসিনা


প্রকাশ: ৭ মার্চ, ২০২১ ১২:৪১ অপরাহ্ন


কমনওয়েলথ'এর তিন সফল সরকার প্রধানের মধ্যে শেখ হাসিনা

কূটনৈতিক প্রতিনিধি : কমনওয়েল ভূক্ত ৫৪টি দেশের সরকার প্রধানদের মধ্যে শীর্ষ তিন অন্যতম নেতৃত্ব হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে। 

গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি‘ আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে দেয়া এক বিশেষ ঘোষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলেও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেনকে‘ অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে কোভিড মহামারী মোকাবেলায় নিজ নিজ দেশে তাঁদের সফল নেতৃত্বের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘‘আমাদের কমনওয়েল ভূক্ত দেশ গুলির মধ্যে আমি তিন জন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। 

তাঁরা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড মহামারী মোকাবেলায় তাঁরা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। 

এ তিন ব্যক্তিত্ব বিশ্বের আরো অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে।”


   আরও সংবাদ