প্রকাশ: ৬ মার্চ, ২০২১ ০৮:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে ৭৫ কেজি গাঁজাসহ জামাল (৩৬) ও জাকির হোসেন (৩৫) নামের ০২ জনকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩।
আজ শনিবার (০৬ মার্চ) বিকালে র্যাব-৩'এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি হেভী টেইলর গাড়ীযোগে ঢাকা থেকে টাঙ্গাইল হাইওয়ে হয়ে রাজশাহী অভিমুখে অবৈধ মাদক দ্রব্য গাঁজা বহন করে নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকা টু রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।
বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা, দেশী মদ, বিদেশী মদ, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।