ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৪ জ্বমাদিউল সানি ১৪৪৭

সারাদেশে ৭ই মার্চ উদযাপন করবে পু‌লিশ


প্রকাশ: ৬ মার্চ, ২০২১ ০৭:২৮ পূর্বাহ্ন


সারাদেশে ৭ই মার্চ উদযাপন করবে পু‌লিশ

স্টাফ রিপোর্টার : রাজধানীর রাজারবাগে বাংলা‌দেশ পু‌লিশ অ‌ডি‌টো‌রিয়াম এ আ‌য়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে ইন্স‌পেক্টর জেনা‌রেল অব পু‌লিশ, বাংলা‌দেশ ড: বেনজীর আহ‌মেদ বলেন, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন।

স্বাধীনতার ৫০ বছর পুর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকিতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লখ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ এদেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান।

বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনকে দেশবাসির সাথে সম্মিলিতভাবে উদযাপন করতে স্বাস্থবিধি মেনে দেশব্যাপী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আগামী ৭ই মার্চ বিকাল ৩টায় বাংলাদেশ পুলিশের সকল থানায় এক‌যো‌গে আনন্দ আয়োজনের ঘোষণা দি‌য়ে এ আ‌য়োজন‌কে অর্থবহ করার আহবান জানান তিনি।

উ‌ল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। 


   আরও সংবাদ