ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

কানাডার নামে ভিয়েতনামে পাচার চক্রের এক সদস্য আটক


প্রকাশ: ৩ মার্চ, ২০২১ ০৬:৫৭ পূর্বাহ্ন


কানাডার নামে ভিয়েতনামে পাচার চক্রের এক সদস্য আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে কানাডায় মানবপাচাকারী চক্রের সক্রিয় সদস্য মুন্সি আব্দুল্লাহ আল জাকির (৪৯) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৩।

আজ বুধবার (০৩ মার্চ) বিকালে র‌্যাব-৩'এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এক বার্তায় এ তথ্য জানান।

মোহাম্মদ জুলহাস বাদী হয়ে লিখিত অভিযোগ করেন, কতিপয় মানবপাচারকারী তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কানাডা যাওয়ার কথা বলে মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমানে করে মালয়েশিয়া হয়ে ভিয়েতনামে দালালের নিকট বিক্রি করে দেয় এবং ঘরে বন্দি করে রাখে, সে বন্দি অবস্থা থেকে কৌশলে পালিয়ে মালেশিয়ান এয়ারলাইন্স এর বিমানে করে বাংলাদেশে ফিরে আসে। 

এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে কানাডায় মানবপাচারকারীর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
    
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, উক্ত ব্যক্তি নিজেই মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে বিদেশ গমনে ইচ্ছুক জনসাধারণকে ভিয়েতনামে পাচার করে। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কানাডা সহ বিভিন্ন দেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাৎ করে। 

তাছাড়া ভিয়েতনামে নিয়ে গিয়ে আটকে রেখে তাদের পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে থাকে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ