ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীর নারী ও শিশু পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার


প্রকাশ: ৩ মার্চ, ২০২১ ০৬:৪৭ পূর্বাহ্ন


রাজধানীর নারী ও শিশু পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ বুধবার (০৩ মার্চ) বিকালে র‌্যাব-১০'এর অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মুন্না (৪০), আনোয়ার হোসাইন (২৬) ও ইমরান (৩৩)। এসময় তাদের নিকট থেকে একটি পাসপোটর্, ০৩ টি মোবাইল ফোন, একটি ট্যাব ও নগদ- ৬ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।


   আরও সংবাদ