ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ যবিপ্রবি শাখার সুবর্ণ জয়ন্তী উদযাপন


প্রকাশ: ৩ মার্চ, ২০২১ ০৬:৩২ পূর্বাহ্ন


বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ যবিপ্রবি শাখার সুবর্ণ জয়ন্তী উদযাপন

যবিপ্রবি থেকে নাজিম উদ্দিন : ২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে যশোর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ টি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পশ্চিম গেইটের ছাদে 'স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ' এর সিদ্ধান্তে-কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের ব্যানারে তদানীন্তন ছাত্রনেতা  আ স ম আবদুর রব এর হাত দিয়ে লাল সবুজের মাঝে সোনার বাংলার ছবি নিয়ে প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা।

এরপর এই জাতীয় পতাকা উত্তোলিত করেই ৩ মার্চ পল্টনের ছাত্র-জনসভায় স্বাধীনতার ইশতেহার পাঠ ও ৭ মার্চ রেসকোর্সের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ  প্রদান করেন।

১৯৭১ সালের ২৩ মার্চ পল্টন ময়দানে লক্ষ জনতার উপস্থিতিতে পূর্ণ সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ‘জয় বাংলা বাহিনী’র প্রধান কামরুল আলম খান খসরুর, ২২ বোর রাইফেলের প্রকাশ্য গান ফায়ারের সাথে ‘জয় বাংলা বাহিনী’র উপ-প্রধান হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 

‘জয় বাংলা বাহিনী’র নারী ও পুরুষ কন্টিজেন্টের সদস্যরা ডামী রাইফেল নিয়ে মার্চ পাষ্ট করে পতাকার প্রতি সামরিক কায়দায় অভিবাদন জানান। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার নেতা আ স ম আবদুর রব, আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী ও শাজাহান সিরাজ মার্চ পাষ্টে অভিবাদন গ্রহণ করেন। এ সময় মাইকে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ বেজে ওঠে।

এরপর ‘জয় বাংলা বাহিনী’ রাজপথে সামরিক কায়দায় মার্চ পাষ্ট করে ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধুর বাসভবনে যায়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর হাতে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষে পতাকা তুলে দেন ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী। তখন বঙ্গবন্ধু উৎফুল্ল জনতার মাঝে স্বাধীন বাংলার পতাকা তুলে ধরেন।

বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদাফ সালমান পান্থর নেতৃত্বে তাৎপর্যপূর্ণ দিনটিকে স্মরণ পূর্বক দিনটির ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে যশোর শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ টি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধানিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জুবায়ের রনি, শেখ সাজ্জাদ হোসেন, তন্ময় ঘোষ, সাদ আহমেদ, ফয়সাল আহম্মেদ ইমন, আব্দুল্লাহ আল নাইম, প্রান্ত মজুমদার প্রমুখ।


   আরও সংবাদ