ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল, সচিব জোবায়ের


প্রকাশ: ৩ মার্চ, ২০২১ ০৬:১১ পূর্বাহ্ন


জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল, সচিব জোবায়ের

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সমিতির সদস্যদের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুল ইসলামকে আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আহসান জোবায়েরকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সাগর হোসেন ও দৈনিক ভোরের কাগজের রকি আহমেদ।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


   আরও সংবাদ