প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের বেনাপোলে ভুয়া পরিচয় দানকারী আবু মুছা নামে এক এনএসআই এর ফিল্ড অফিসারকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আবু মুছা (৩১) সে যশোরের মনিরামপুর থানাধীন গোয়ালবাড়ি গ্রামের মোঃ মুজারুল ইসলামের ছেলে।
ডিউটি অফিসার এএসআই মুরাদ জানায়, আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে এক ব্যক্তি এএসআই শিকদার মাসুম পারভেজ’কে ফোনে এনএসআই এর ফিল্ড অফিসার পরিচয় দিয়ে তিনি এনএসআই এর বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের দৌলতপুর এলাকায় যাওয়ার কথা বললে তিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান’কে বিষয়টি অবগত করেন। এতে তার সন্দেহ হয়।
এসময় তিনি বেনাপোল স্থল বন্দরে নিযুক্ত এনএসআই’কে জানালে তৎক্ষনাৎ তাদের টিম এসে কার্ডটি ভুয়া নিশ্চিত করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। মামলা নং ৩২। আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে।