ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবিতে ২৫০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত


প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ন


ইবিতে ২৫০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৫০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইবি উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সভা চলাকালে সিন্ডিকেট সদস্য শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আফতাব উদ্দিন প্রামাণিক ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ ভার্চুয়াল্লী সভায় যোগদেন। সভায় রেজিস্ট্রার (ভারঃ) ও সিন্ডিকেট সচিব মু. আতাউর রহমান সাচিবিক দায়িত্ব পালন করেন।


   আরও সংবাদ