প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার মডেল এবং বংশাল থানার ভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১০এর সিপিসি-৩ এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল করিম এক বার্তায় এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- আনিস (২৯)'কে ৮৩ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং একটি মোবাইল ফোন নাজিম (২২) কে ৫৩ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ৬৫০ টাকা সহ গ্রেফতার করা হয়।
আসামিদের কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ফেনসিডিল এবং ইয়াবা বহন করে রাজধানীর চকবাজার মডেল ও বংশাল থানা এলাকা সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন এবং ব্যবসা চালিয়ে আসছে।
রাজধানীর চকবাজার মডেল ও বংশাল থানায় পৃথক ভাবে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক ), ১৪(গ ) ধারায় অপরাধ করেছে মামলা প্রক্রিয়াধীন।