ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

জবিতে সৌরতাপের এয়ারকন্ডিশনিং সিস্টেমের উদ্ভাবন


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ন


জবিতে সৌরতাপের এয়ারকন্ডিশনিং সিস্টেমের উদ্ভাবন

জবি প্রতিনিধি : বিদ্যুতের পরিবর্তে স্বল্পতাপ ব্যবহার করে পরিবেশবান্ধব নতুন এয়ারকন্ডিশনিং সিস্টেম (শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা) উদ্ভাবন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ। স্বল্পতাপ ও পানির ব্যবহারে কিভাবে শীতল অবস্থা তৈরী করা যায় এমন এ পরিবেশবান্ধব প্রযুক্তির নাম দেয়া হয়েছে 'এডজোরপসান সিস্টেম'। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে এক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, প্রক্টর ড. মোস্তফা কামাল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্টের এম.ডি মাসুদ আহমেদ, সাবেক এম.ডি দীপক কান্তি পাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. কুতুব উদ্দিন। 

তিনি বলেন, এ প্রযুক্তিটি অত্যন্ত পরিবেশ বান্ধব। প্রচলিত এয়ারকন্ডিশনিং সিস্টেমে বিদ্যুৎ ব্যবহারে পরিবেশে ব্যাপক পরিমান ক্ষতিকারক গ্রীন হাউস গ্যাস নিঃস্বরণ হয়। 

বাসা বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের প্রায় অর্ধেকই ঠান্ডা বা গরম করার কাজে ব্যবহৃত হয় বলে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। কিন্তু 'এডজোরপসান সিস্টেম' নামে আমাদের এ প্রকল্পটি বাস্তবায়িত হলে এককালীন কম খরচে পরিবেশ সহায়ক ভাবেই শীতাতপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে সোলার ও পানি ব্যবহারে দেশের পরিবেশগত উন্নয়ন ও এনার্জি ক্রাইসিস কমে যাবে বলে আমরা মনে করছি।

তিনি আরও বলেন, আমাদের নতুন এডজোরপসান সিস্টেম নামে এই প্রযুক্তির জন্য পরিবেশ মন্ত্রণালয় অর্থ সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে। কোম্পানির মাধ্যমে আমরা ধাপে ধাপে প্রযুক্তিটির কাজ শুরু করব।

এসময় সেমিনারে বর্তমানে ব্যবহৃত এসি সিস্টেম কর্তৃক পরিবেশের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে এর বিকল্প ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা এডজোরপসান সিস্টেম নামে নতুন সিস্টেমকে বর্তমান সিস্টেমের বিকল্প হিসেবে অভিমত দেন। এসময় বক্তারা প্রকল্পের শুভ কামনা করে উৎসাহ প্রদান করেন।


   আরও সংবাদ