ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ন


ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

নোবিপ্রবি থেকে খাদিজা খানম : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর স্থানীয় পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীরা ব্যানার হাতে উক্ত মানববন্ধনে অংশ নেয়।

এসময় মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলন, দেশের মেধাবী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত ঘৃণ্য হামলায় ছাত্রসমাজ গভীরভাবে ব্যথিত, মর্মাহত এবং শঙ্কিত। 

দেশের ভবিষ্যৎ কাণ্ডারিদের উপর নির্মম হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কর্তৃক শিক্ষার্থীদের উপর পূর্বের হামলাসমূহের বিচারকার্য দ্রুত সম্পন্ন করতে হবে।


   আরও সংবাদ