ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কোভিড-১৯ টিকা নিলেন ইবি উপাচার্য


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ন


কোভিড-১৯ টিকা নিলেন ইবি উপাচার্য

ইবি থেকে শাহীন : কোভিড-১৯ টিকা নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে তিনি এবং তাঁর স্ত্রী রেবেকা সুলতানা কোভিট-১৯ টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমার ডায়াবেটিস আছে। টিকা নেওয়ার পর আমি স্বাভাবিক আছি। টিকা নিলাম কি না টেরই পেলাম না।

তিনি আরও বলেন, বিজ্ঞানকে অস্বীকার করলে মানবসভ্যতা এগোবে না। যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বাস করে না, মানবসভ্যতাকে এগিয়ে নেওয়া বিশ্বাস করে না, তারাই অপপ্রচার করে। তাই সবাইকে বলি দ্রুত টিকা নিন, নিরাপদ থাকুন। 

এখানে সুন্দর পরিবেশে এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় টিকা প্রদান করা হচ্ছে। দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করায় সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান ইবি উপাচার্য।


   আরও সংবাদ