ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ভেজাল টুথপেস্ট ও শ্যাম্পু তৈরীর দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমান


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২০ অপরাহ্ন


রাজধানীতে ভেজাল টুথপেস্ট ও শ্যাম্পু তৈরীর দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমান

স্টাফ রিপোর্টার : রাজধানীতে দেশি ব্র্যান্ডের টুথপেস্ট ও শ্যাম্পু তৈরীর কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমান সহ প্রায় ৫০ লাখ টাকার ভেজাল, নকল কসমেটিক্স আইটেম জব্দ করেছে র্যাব-১০।

গতকাল র্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল করিম এবং র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন মদিনানগর দাও সুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

এ সময় চারটি ভেজাল কসমেটিক তৈরির কারখানায় বিএসটিআই এর অনুমোদন বিহীন বিপুল পরিমাণে ভেজাল, নকল ও নিম্নমানের কসমেটিকস, উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১,৪৩ ও ৫০ ধারা মোতাবেক ৪টি  প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় এবং প্রতিষ্ঠানের ০৪ চার ব্যক্তি পিয়াশ উদ্দিন (৩৩)'কে এক বছর ৬ মাস, নয়ন (২০) 'কে ০৬ মাস, আব্বাস কাজী (২৫)'কে ০৬ মাস ও মোহাম্মদ সোহেল (২০) কে ০৬ মাস  বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, কারখানা চারটি সিলগালা করে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল, নকল, নিম্নমানের প্রসাধনী বিদেশি ব্র্যান্ডের সেনসোডাইন টুথপেস্ট, তেল, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের শ্যাম্প প্রভৃতি সামগ্রী  জব্দ করে ধ্বংস করা হয়। এসকল নকল ও নিম্নমানের প্রসাধনী ব্যবহারে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের মারাত্মক ধরনের স্কিন ডিজিজ ও চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের আশঙ্কা রয়েছে।


   আরও সংবাদ