ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

গ্রামের অল্পশিক্ষিত বেকার যুবকরাই প্রতারকদের প্রধান টার্গেট


প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:৪৪ পূর্বাহ্ন


গ্রামের অল্পশিক্ষিত বেকার যুবকরাই প্রতারকদের প্রধান টার্গেট

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী থেকে "আইডিয়াল সেফটি সিকিউরিটি সার্ভিস লিমিটেড" নামীয় প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অসংখ্য বেকার যুবক-যুবতীদের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা মূলকভাবে আত্মসাৎ করে আসছে।

বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকা মেট্রো উত্তর এর সহকারী পুলিশ সুপার জহিরুল হক টিম-১ এর নেতৃত্বে সঙ্গীও অফিসারসহ কতিপয় ভিকটিমের দেওয়া সংবাদের ভিত্তিতে গোপন ও প্রকাশ্য অনুসন্ধান করেন এবং সত্যতা পেয়ে অভিযানে নামে এই টিম।

এমন তথ্যের ভিত্তিতে এবং ভিকটিমদের জিজ্ঞাসাবাদ পূর্বক ভুয়া চাকরিদাতা "আইডিয়াল সিকিউরিটি সার্ভিস লিমিটেড" এর "ম্যানেজিং ডাইরেক্টর" আসামী বাদশা মিয়া (৪১) কে হাতেনাতে গ্রেফতার করে সিআইডি।

গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে। গ্রামের অল্পশিক্ষিত বেকার যুবকরাই প্রতারকদের প্রধান টার্গেট। যুবকদের বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভিত করে ঢাকায় এনে চাকুরী প্রদানের নামে ভর্তি ফি বাবদ, প্রশিক্ষণ বাবদ, স্বাস্থ্য পরীক্ষা বাবদ, ইন্টারভিউ বাবদ, নিরাপত্তা জামানত বাবদ এবং এরুপ আরও বিভিন্ন বিষয়ের কথা বলে বিভিন্ন অংকের টাকা চাকুরিপ্রার্থী বেকার যুবকদের কাছ থেকে নিয়ে থাকে।

পরবর্তীতে পাঁচ থেকে দশ পার্সেন্ট লোককে চাকুরীর দিলেও তাদের প্রাপ্ত বেতনের সিংহভাগই আবার কেটে রাখে কমিশনের নামে।এভাবে অসহায় বেকার যুবকদের সাথে প্রতারণাকারী মুল চক্রের হোতাকে ভিকটিমদের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করে ঢাকা মেট্রো সিআইডি নর্থ বিভাগের টিম-১।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ