ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ব্যাংক এশিয়া’র ইউডিসি আউটলেট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন


প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় ব্যাংক এশিয়া’র ইউডিসি আউটলেট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ব্যাংক এশিয়া’র হাকিমপুুর ইউডিসি আউটলেট এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাকিমপুর বাজারে এই আউটলেট এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়।

হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ব্যাংক এশিয়া’র যশোর ব্রাঞ্চের প্রধান রবিউল ইসলাম।

ব্যাংকের যশোর ব্রাঞ্চের অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন খান, ব্যাংক এশিয়া’র যশোর ব্রাঞ্চের এফআইডি বিভাগের এরিয়া ম্যানেজার সৈয়দ রানা পারভেজ, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, হাকিমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তৈমূর খান, স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, হাকিমপুর বন্ধন সমিতির পরিচালক খিজির হায়াত খান, হাকিমপুর আউটলেটের এজেন্ট সাইফুদ্দিন প্রমুখ। 

উপস্থিত ছিলেন ব্যাংকের যশোর ব্রাঞ্চের কর্মকর্তা বাহারুল ইসলাম, মাহমুদ হাসান, হুমায়ুন রশিদ, অপূর্ব সরকার, শাহাদৎ হুসাইন, জহিরুল ইসলাম। 


   আরও সংবাদ